২০ অক্টোবর, ২০২৪ ১৮:২৭

মিরপুরে সাকিবিয়ান আর বিদ্রোহীদের দুই পক্ষের মারামারি

অনলাইন ডেস্ক

মিরপুরে সাকিবিয়ান আর বিদ্রোহীদের দুই পক্ষের মারামারি

সাকিব সমর্থকদেরকে সেনাবাহিনীর সদস্য, পুলিশ সতর্ক অবস্থানে নিয়ে তাদের আটকে দেওয়া পরেই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে

16px

সাকিব আল হাসানকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই উত্তাল মিরপুর। পক্ষে-বিপক্ষে বিক্ষোভকারীরা গোটা এলাকা মুখর করে রেখেছেন নানা স্লোগানে। তবে আজ যেন ছাড়িয়ে গেছে আগের সবকিছু। মারামারিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষ।

আজ রোববার (২০ অক্টোবর,২০২৪) দুপুরে সাকিব ভক্তদের ব্যানারে কয়েকশ সমর্থক মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে অবস্থান নিতে চাইলে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য, পুলিশ সতর্ক অবস্থান নিয়ে তাদের আটকে দেন। এরপরেই সেখানে সাকিব ভক্ত ও বিরোধীপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে তারা পিছিয়ে যান। সংবাদ সম্মেলনের চেষ্টা করেন। কিন্তু এর মধ্যেই স্থানীয় কিছু লোক এসে সাকিব ভক্তদের ধাওয়া দেন ও মারধর করেন। পরে পুলিশও তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যান তারা। সাকিব ভক্তরা ছত্রভঙ্গ হওয়ার পর তার বিরোধীরা মিছিল শুরু করে। মারামারির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি পুলিশ।

সাকিবিয়ানরা স্লোগান দিতে থাকেন, 'তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান।' 'কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর।' তাঁদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাঁকে তাই দেশের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক।

এর আগে বিসিবি বরাবর চার দফা দাবি দিয়েছিলেন তাঁরা। দাবি মেনে নেওয়ার সময় ছিল আজ বেলা ৩টা পর্যন্ত। সেটি পূরণ না হওয়ার কারণেই মূলত মিরপুরে অভিমুখে লং মার্চ নিয়ে হাজির হন তাঁরা। কিছু সময় আন্দোলনের পর হঠাৎ করেই একদল অতর্কিত হামলা করে সাকিবিয়ানদের ওপর।

এদিক এই ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল মিরপুরে অবস্থান করছিল। আগামীকাল সোমবার প্রথম টেস্টে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলন করছিলেন দলের সদস্যরা।

প্রতিমুহূর্ত/নীল/আল-আমিন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

পত্রিকার বাছাইকৃত